
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় পিকআপ ও ট্রাকের সংঘর্ষে ২সবজি ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত আজিজুল (৭৫) শেরপুরের মৃত দুদুমিয়া এবং সফিকুল (৫৮) একই এলাকার মৃত আজি মিয়ার পুত্র বলে জানাযায়। গেল রাত ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার নিশিন্দা নামকস্থানে এই দূঘর্টনা ঘটে।
ফায়ারসার্ভিস জানায়,ঘটনার সময় শেরপুর থেকে একটি সবজি বোঝাই পিকআপ ঢাকা আসার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার নিশিন্দা গ্রামে আসলে চালক নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা ট্রাকের সাথে জোরে ধাক্কা লেগে পিকআপটি ধুমরে মুচরে যায়। ওই সময় পিকআপে থাকা যাত্রী ২সবজী ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যায় । দূঘর্টনায় পিকআপ চালক আহত হলে ফায়ার সার্ভিসকর্মীরা তাকে উদ্ধার করে ভালুকা সদর হাসপাতালে পাঠায়। ভরাডোবা হাইওয়ে পুলিশ মৃতদেহ দুটি এবং দূর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করছে।#